আজ ২৯ জুলাই। ১৯১১ সালের পরাধীন ভারতে আজকের দিনেই ঘটেছিল এক ঐতিহাসিক ঘটনা। আইএফএ শিল্ডের ফাইনালে তৎকালীন ব্রিটিশ দল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। সেই দিনটিকেই পালন করা হয় মোহনবাগান দিবস হিসেবে। সেই ম্যাচের জয়সূচক গোলটি এসেছিল অভিলাষ ঘোষের মাথা থেকে। তৎকালীন পরাধীন ভারতে ১১জন বাঙালির খালি পায়ের এই লড়াই যেন ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কড়া জবাব ।
এদিন যেন নতুন করে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল মোহনবাগানের। তার নাম ছড়িয়ে পড়েছিল গোটা ভারতবর্ষে। এই ঐতিহাসিক জয়েই যেন বাংলা তথা ভারত পেয়েছিল খানিকটা স্বাধীনতার আশ্বাস। পরবর্তীতে স্বাধীনতার পর মোহনবাগান হয়ে উঠেছিল ভারতের জাতীয় ক্লাব। ২০০১ সাল থেকে প্রত্যেক বছরই ক্লাব প্রাঙ্গণে মোহনবাগানের অমর যোদ্ধাদের স্মরণে পালন করা হয় আজকের এই বিশেষ দিনটি। মাল্যদান করা হয় মোহনবাগানের ' অমর একাদশ ' - র মূর্তিতে। তবে এইবারের অনুষ্ঠানটি পালিত হবে নেতাজি ইন্ডোরে। মোহনবাগান রত্ন পুরষ্কার দেওয়া হবে ক্লাবের বহুদিনের প্রবাদপ্রতিম প্রাক্তন সভাপতি স্বপনসাধন বসুকে ( টুটু ) । গত মরশুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাবেন জেমি ম্যাকলারেন। বছরের পর বছর , প্রজন্মের পর প্রজন্মের হাত ধরেই এগিয়ে যেমন চলেছে মোহনবাগানের পালতোলা নৌকা। তেমনই নিজের প্রাসঙ্গিকতাকে আরো বেশি মজবুত করে রেখেছে এই ২৯জুলাইয়ের গর্বের দিনটি।
Comments :0