Sandeshkhali

সন্দেশখালিতে সিবিআই’র দল

জেলা

সন্দেশখালি কাণ্ডে ফের সিবিআই হানা। রবিবারের সন্দেশখালির সরবেড়িয়ার বিভিন্ন জায়গার দোকান ও বাড়িতে চলছে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় দুই অভিযুক্তকে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারীকরা। ইডি-র উপর হামলার ঘটনায় এই অভিযুক্তদের আদৌ কোন যোগ রয়েছে কি না খতিয়ে দেখছে সিবিআই। এদিন সিবিআইয়ের বিশেষ প্রতিনিধিদল আসে সরবেড়িয়ায় শেখ শাহজাহান নামাঙ্কিত মার্কেটের কিছু দূরত্ব আগে একটি মুদিখানার দোকানে।স্হানীয় সূত্রে জানা যায় সিবিআই তাদের হেফাজতে থাকা যে দুই অভিযুক্তকে সাথে করে নিয়ে আসে তারাই চিহ্নিত করে ওই মুদিখানা দোকানের মালিক সৈফুদ্দিন মোল্লাকে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ফের জিজ্ঞাসাবাদের জন্য সৈফুদ্দিনকে আটক করে নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয় সিবিআইয়ের একটি দল। এরপর সিবিআইয়ের অপর একটি দল যায় সরবেড়িয়ার আকুঞ্জিপাড়ায়। যেখানে শেখ শাহজাহান,শেখ আলমগীর সেখ সিরাজউদ্দিনের পেল্লাই তিন তিনটে বাড়ি।সেখানে গিয়ে  গত ৫ই জানুয়ারি কী ঘটেছিল, কোন দিকে থেকে অভিযুক্তরা এসে ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়েছিল, সেই ঘটনার পুনর্নির্মাণ করেন সিবিআই আধিকারিকরা। ঘটনার সময় কারা উপস্থিত ছিলেন সেই প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথাও বলেন গোয়েন্দারা। শুধু তাই নয়, যে সিআরপিএফ জওয়ানরা ঘটনার দিন ইডি আধিকারিকদের সঙ্গে ছিলেন, তাঁদেরও এদিন সরবেড়িয়ায় নিয়ে আসে সিবিআই। তাঁদের কাছ থেকেও তথ্য জানার চেষ্টা করেন তাঁরা। শেখ শাহজাহানের বাড়ির উঠোনে যে জায়গায় হামলার ঘটনা ঘটে সেই জায়গা ফের খতিয়ে দেখা হয়। দেখা হয় বাড়ির চারপাশও। এর আগে তল্লাশি অভিযানের দিন থ্রি ডি স্ক্যান করে জরিপ করা হয়েছিল বাড়ি ও সংলগ্ন গোটা এলাকা। এদিনও নজরে সেই বাড়ির উঠান।চলে চিরুনি তল্লাশি।
আদালতের নির্দেশে সন্দেশখালি কাণ্ডের তদন্ত করছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে সিবিআইয়ের হেফাজতে রয়েছে শেখ শাহজাহান। এর আগেও দু-দুবার শাহজাহান শেখের এলাকায় যান তদন্তকারী আধিকারিকরা। এদিন তৃতীয় দফা। ইডি দ্বিতীয় দফায় গিয়ে শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে সিল করে দেয়। সেই সিল করা তালা ভেঙে পরে শাহজাহানের বাড়িতে ঢোকে সিবিআই। দু’সপ্তাহ আগে এই তল্লাশিতে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে গিয়েছিলেন দুজন ইডি আধিকারিক এবং ফরেন্সিক দল। ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলে কীভাবে ঘটেছিল হামলার ঘটনা সেই নিয়ে জানতে চান গোয়েন্দারা। পাশাপাশি শেখ শাহজাহানের বাড়িতেও যায় সিবিআই। ছবি তোলেন গোয়েন্দারা। পাশাপাশি সড়বেড়িয়ায় শেখ শাহজাহান মার্কেটেও যান সিবিআই আধিকারিকরা। সব শেষে ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে যান সিবিআই আধিকারিকরা।

Comments :0

Login to leave a comment