বেহাল রাস্তার অবস্থা। অভিযোগ, সেই কারণে মেয়ের বিয়ের সম্পর্ক ভেস্তে যাচ্ছে। ১৮ বছরে এক কোদাল মাটি দেওয়া হয়নি। বর্ষায় পথ চলা দায়। সেই রাস্তা মেরামত ও অসহায় মানুষের স্বার্থে সিপিআই(এম)’র প্রার্থী হয়ে লড়াইয়ে নেৃমেছেন গৃহবধূ। ব্লকের নাম করণদিঘী। মাত্র ১ কিলোমিটার রাস্তা সংষ্কারের দাবিতে একমাস ধরে রাস্তায় লড়াই করছে ছাত্র যুবদের দল।
তিস্তর পঞ্চায়েত ভোটে তৃণমূল এবং বিজেপিকে হারানোর ডাক দিয়ে চলছে প্রচার। টোটোতে মাইক হাতে হাতে লালঝাণ্ডা। লম্বা সারির মিছিলে মিছিলে স্লোগান। বাজার, গ্রাম, পাড়ায় পাড়ায় ঝান্ডা কাঁধে খেটে খাওয়া শ্রমজীবী মহিলাদের ঢল নামে প্রচার মিছিলে। স্লোগান ওঠে ‘চোর তাড়াও গ্রাম বাচাও’ ‘সবার হাতে কাজ চাই’, সবার পেটে ভাত চাই’।
গ্রামের মানুষের ভরসা পঞ্চায়েত ব্যাবস্থা। তৃণমূলের শাসনে সেই পঞ্চায়েত এখন মানুষের জন্য কাজ করে না। একশো দিনের কাজ, সরকারি আবাসন সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেদার লুট করেছে শাসকদল তৃণমূল। সরকারি প্রকল্পগুলি রূপায়ণ করতে পারেনি শাসক দল। প্রকৃত প্রাপকদের হাতে সরকারি সুবিধা পৌঁছে না দিয়ে নিজেদের পকেট ভরছে শাসকদলের নেতারা। গ্রামের মানুষ এবার শাসকের বঞ্চনার জবাব দিতে চান। মানুষের পঞ্চায়েত গড়তে আন্দোলন চলছে। বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ গ্রামের ক্ষেত মজুর, কৃষক, শ্রমজীবী শিক্ষক সহ ছাত্র যুবরাও।
অসহায় গ্রামের মানুষের জন্য দুর্নিতীগ্রস্থ তৃণমূল ও বিভাজনকারী বিজেপি’র বিরুদ্ধে সিপিআই(এম) গ্রাম পঞ্চায়েত প্রার্থী গৃহবধূ বিশাখা সরকার সিংহ। ন্যায্য মজুরির দাবি, দালাল রাজ বন্ধ, পরিবেশ রক্ষার দাবিতে প্রার্থীর সঙ্গে এদিন দীর্ঘ পথ প্রচার পা মেলালেন বিড়ি শ্রমিকরাও। করণদিঘী ব্লকের পাঁচপির হয়ে তিসলিয়া মেঠো পথে এগিয়ে গেল বিশাল মিছিল। মিছিল থেকে আওয়াজ ওঠে বন সৃজন প্রকল্পের মাধ্যমে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার। শনিবার ভোট, বৃহস্পতিবার প্রচার শেষের আগের মুহুর্তে ভোটের প্রচার ছিলো তুঙ্গে।
CPIM Campaign
ভোট প্রচারে উঠে আসছে শুধু মানুষেরই কথা
×
Comments :0