MAOIST VIOLENCE

ছত্তিশগড়ে সংঘর্ষ, নিহত ২৯ মাওবাদী

জাতীয়

MAOIST POLICE CHATTISGARH BENGALI NEWS

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ৩দিন আগে সংঘর্ষে ২৯জন মাওবাদীর নিহত হওয়ার দাবি জানাল ছত্তিশগড় পুলিশ। মঙ্গলবার ছত্তিশগড়ের কাঁকের জেলার গভীর অরণ্যে এনকাউন্টার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। 

কাঁকের অঞ্চলে ২৬ এপ্রিল ভোট হলেও মাওবাদীদের ঘাঁটি বলে পরিচিত বস্তারে প্রথম দফায় ভোট হবে। 

বস্তার রেঞ্জের পুলিশের আইজি সুন্দরাজ পি জানিয়েছেন, মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশকর্মী আহত হয়েছেন। 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারের অভিযানে বিএসএফ এবং ছত্তিশগড় পুলিশের বিশেষ বাহিনী ডিআরজি বা ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ানরা অংশ নেন। 

সুন্দরাজ জানিয়েছেন, সংঘর্ষের পরে গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়। তখনই ২৯টি দেহ উদ্ধার হয়েছে। পুলিশ খবর পেয়েছিল, ছত্তিশগড়ের অবুঝমাড়, মহারাষ্ট্রের গড়চিরৌলি এবং উত্তর বস্তারের সংযোগস্থল কাঁকেরে একাধিক শীর্ষ মাওবাদী নেতানেত্রী জড়ো হয়েছেন। তারপরেই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মাওবাদীদের উত্তর বস্তার ডিভিশনাল কমিটির সদস্য শঙ্কর এবং ললিতা প্রাণ হারিয়েছেন বলে পুলিশের দাবি। 

ঘটনাস্থল থেকে ৩টি এসএলআর রাইফেল, একটি একে-৪৭ রাইফেল, ২টি পিস্তল, ২টি ইনসাস রাইফেল এবং ২টি .৩০৩ রাইফেল উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, চলতি বছরে ছত্তিশগড়ে সংঘর্ষে ৫০জন মাওবাদী প্রাণ হারিয়েছে। প্রাণ গিয়েছে ৬ পুলিশকর্মীরও। 

Comments :0

Login to leave a comment