সন্ধ্যার পরও খোঁজ মিলছিল না দুই শিশুর। বাড়ির বড়রা, পাড়ার লোক বের হন খুঁজতে। দুই শিশুকে পাওয়া গেল বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা গাড়িতে। অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের মৃত ঘোষণা করলেন চিকিৎসকরা।
মর্মান্তিক এই ঘটনা, বৃহস্পতিবার, মুম্বাইয়ের অ্যান্টপ হিলের। চিকিৎসকদের অনুমান বন্ধ গাড়িতে দম আটকে মৃত্যু হয়েছে দুই শিশুর।
পড়শিরা জানিয়েছেন বুধবার বিকেলে বাড়ির সামনে খেলছিল পাঁচ বছরের মুসকান মহব্বত শেখ। সঙ্গী ছিল সাত বছরের সাজিদ মহম্মদ শেখ। গাড়িটি প্রতিদিনই বাড়ির সামনে রাখা থাকে। সেদিনও ছিল।
দুই শিশুকে খুঁজে না পেয়ে মধ্য মুম্বাইয়ের অ্যান্টপ হিল থানায় দায়ের হয় অভিযোগও। কয়েক ঘন্টা বাদে রাস্তা দিয়ে চলতে গিয়ে গাড়ির ভেতর অচেতন দুই শিশুকে দেখতে পান স্থানীয়রা।
জানা গিয়েছে, গাড়িটি ভেতর থেকে বন্ধ ছিল। সম্ভবত দুই শিশু আর বেরতে পারেনি গাড়ি থেকে, খুলতে পারেনি দরজা। তবে পুলিশ এই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছে।
CHILDREN DEATH
মুম্বাইয়ে গাড়ির ভেতর দমবন্ধ হয়ে মৃত দুই শিশু
×
Comments :0