চুঁচুড়া পৌরসভায় শ্রমিকদের বেতন হয় মাসের প্রথম সপ্তাহে। বুধবার বারো তারিখ হয়ে গেলেও এখনও বেতন হয়নি প্রায় দুই হাজার অস্থায়ী শ্রমিকের। মূলত পুরসভার সাফাই কর্মী যারা তারা সময়ে বেতনের দাবীতে পুরসভার সামনে রাস্তা অবরোধ করে। পরে পুরসভার গেটে বিক্ষোভ অবস্থান শুরু করেন। শ্রমিকদের দাবি গত কয়েক মাস ধরে মাসের নির্দিষ্ট দিনে বেতন হচ্ছে না। গত মাসে একদম শেষে গিয়ে বেতন দেওয়া হয়।
পৌরসভার কর্মীদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। চেয়ারম্যান অমিত রায় এলে তাকেও ঢুকতে দেওয়া হয়নি। চেয়ারম্যানের সঙ্গে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি শুরু হয়। চুঁচুড়া থানার পুলিশ গিয়ে বিক্ষোভ সামাল দেয়।
চেয়ারম্যান জানান তৃনমূলের ট্রেড ইউনিয়নের ব্যানারে যেই বিক্ষোভ চলছে তার কোন রেজিষ্ট্রেশন নেই। বেতন দিতে কিছুটা দেরি হবে সেটা জানানো হয়েছিল তা সত্ত্বেও কাজ বন্ধ করে বিক্ষোভ উদ্দেশ্য প্রনোদিত।
চেয়ারম্যান অমিত রায়ের দাবি উদ্দেশ্য প্রনোদিত ভাবে এই বিক্ষোভ দেখানো হচ্ছে। তাঁর কথায় শাসক দলের অন্য গোষ্ঠী যারা তাঁকে চেয়ারম্যান চায়নি তারা বিক্ষোভে মদত দিচ্ছে।
Comments :0