Chopra Police

তৃণমূলের মঞ্চে উর্দি পরে চোপড়ার আইসি, এলাকায় ক্ষোভ

জেলা

তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে হাজির পুলিশ আধিকারিক। বিধায়কের সঙ্গে উর্দি পরেই মঞ্চে আইসি। এই ঘটনা নিয়ে তোলপাড় উত্তর দিনাজপুরে। মঙ্গলবার ঘটনাটি জেলার চোপড়া এলাকায় চোপড়া হাইস্কুলের মাঠে। তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে চোপড়া থানার আইসি সঞ্জয় দাসকে দেখা যায়। এই ছবি ভাইরাল হতেই চোপড়া সহ জেলা জুড়ে শোরগোল পড়েছে। 
আইসি সঞ্জয় দাস গত মে মাসে অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে চোপড়া থানায় যোগ দেন। অভিযোগ, তাঁর সময়কালে পঞ্চায়েত ভোটে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি। মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় সিপিআই(এম)’র প্রার্থী কমরেড মনসুর আলিকে খুন হতে হয়। বিরোধী প্রার্থীদের অপহরণ, বোমা, গুলি, খুন সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয় চোপড়া এলাকায়। বিরোধীদের অভিযোগ, শাসকদলের হয়ে কাজ করেছে পুলিশ। পুলিশকে দলদাসে পরিণত করেছে তৃণমূল। পুলিশ আধিকারিক সঞ্জয় দাস উর্দি পড়ে তৃণমূলের অনুষ্ঠান মঞ্চে উঠলে তাঁকে সম্বর্ধনা দিতে দেখা যায় শাসকদলের নেতৃত্বকে। যা দেখে চোপড়ার মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

Comments :0

Login to leave a comment