CITU HOOGHLY CONFERENCE

শুরু হল ১৩তম হুগলি জেলা সিআইটিইউ সম্মেলন

জেলা

শ্রমিক কৃষক মেহনতী মানুষের ঐক্য কে জোরদার করতে শুরু হলো হুগলি জেলায় সিআইটিইউ ১৩ তম সন্মেলন।কমরেড রুপচাঁদ পাল নগর, কমরেড দিলীপ  চ্যাটার্জী ও কমরেড অসিত মুখার্জী মঞ্চ অশোকা সিনেমা হল ত্রিবেনীতে। সন্মেলনের শুরুতে সংগঠনের রক্ত পতাকা উত্তোলন করেন সংগঠনের জেলা সভাপতি মলয় সরকার। শহীদ বেদীতে মাল্যদান করেন মলয় সরকার সহ  সংগঠনের জেলা সম্পাদক তীর্থঙ্কর রায়,   দীপক দাশগুপ্ত, দেবাঙ্জন চক্রবর্তী,সুশান্ত কোঙার,সমীর সাহা,মধুমিতা ব্যানার্জী সহ শান্তশ্রী চ্যাটার্জী।


সন্মেলনের শুরুতে সংগঠনের জেলা সভাপতি মলয় সরকার শোকপ্রস্তাব পাঠ করেন।শোক প্রস্তাব পাঠের মধ্য দিয়ে স্মরন করা হয় সংগঠনের প্রাক্তন সম্পাদক কমরেড অসিত মুখির্জী,কমরেড দিলীপ চ্যাটার্জী,কমরেড রুপচাঁদ পাল সহ বামপন্থী নেতা কর্মীদের।অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন সৈকত শো।


সন্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখার সময় সিআইটিইউ রাজ্য কমিটির সভাপতি সুভাষ মুখার্জি আরও বললেন গঙ্গার দুপাড়ের  শিল্প তালুক আজ ধ্বংস প্রাপ্ত।পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে আনেক কিছু পাল্টিয়েছে।সিঙ্গুর হুগলি জেলাকে সারা ভারত বর্ষের কাছে বদনাম করেছে।তাহলে তার বিকল্প ভাবনা ভাবতে হবে।পরিস্তির চাহিদা অনুযায়ী আমাদের সংগঠনের রূপরেখা  তৈরী করতে হবে তাই আজ আমরা এই সন্মেলন স্থলে মিলিত হয়েছি।অর্থনৈতিক আন্দোলনের  পাশাপাশি রাজনৈতিক আন্দোলনের কথা সিআইটিইউ বলে।আগামী দিনের পরিস্থিতি ভয়ঙ্কর।শুধু শ্রমিক নয় গোটা দেশের মানুষ আক্রান্ত। যার জন্য আমরা ধর্মঘট করেছি দুই দিনের।রুটি রুজি উপর আক্রমণের পাশাপাশি মতাদর্শের উপর আক্রমণ।

Comments :0

Login to leave a comment