Women Reservation Bill

মহিলা সংরক্ষণ বিল নিয়ে অবস্থান স্পষ্ট করুক বিজেপি

জাতীয়

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপির কি অবস্থান বাজেট নিয়ে পরবর্তী অধিবেশনের আগে জানতে চাইল কংগ্রেস। আগামী ১৩ মার্চ শুরু হচ্ছে পরবর্তী বাজেট অধিবেশন। তার আগে এখ সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয় রাম রমেশ বললেন ‘২০১০’র ৯ মার্চ রাজ্যসভায় পাশ হয় মহিলা সংরক্ষন আইন। সেই সময় সরকারে ছিল ইউপিএ। কিন্তু লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা না থাকায় সেটি আটকে যায়। আজ প্রায় চোদ্দ বছর অতিক্রম হয়েছে। ২০১৪’তে ক্ষমতায় এসেছে বিজেপি পরিচালিত এনডিএ সরকার। এতদিনেও মহিলা সংরক্ষণ আইন পাশ করতে পারল না বিজেপি’।


কংগ্রেস নেত্রী অলকা লাম্বা দাবি করেন ওই বিল এখনও বাতিল হয়নি বরং আটকে রয়েছে দীর্ঘদিন ধরে। বিজেপিকে মহিলা সংরক্ষণবিল পাশ করান থেকে কে আটকাচ্ছে তাদের। অলকা লম্বা সহ কংগ্রেসের বাকি নেতৃত্ব দাবি করে ‘২০১৯’এ বিজেপি ইস্তাহারে বলেছিল মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে। কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সাংসদে বাজেট অধিবেশন পুনরায় শুরু হতে চলেছে যা শেষ হবে ৬ এপ্রিল। তার আগে বিজেপি মহিলা সংরক্ষন বিল নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করুক। আমরা চাই অবিলম্বে ওই বিল পাশ হোক লোকসভায়।

Comments :0

Login to leave a comment