Covid infection

কোভিড আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত না হওয়ার বার্তা চিকিৎসকদের

জাতীয়

১৪০ দিনের সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে আক্রান্ত হলেন প্রায় ১,৩০০ জন। তিন রাজ্যে মৃত্যু হল ৩ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী কর্ণাটক, গুজরাট ও মহারাষ্ট্রে তিনজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে দাড়ায়েছে ৭,৬০৫ জনে। যদিও দিন প্রতি পজিটিভিটি রেট যথেষ্টই কম। মাত্র ১.৪৬ শতাংশ, সুতরাং কোভিড পরিস্থিতি আতঙ্কিত নয় বরং সতর্ক হওয়া প্রয়োজন মত চিকিৎসকদের। 

[ad}
তিনজন মৃতের সংখ্যা যোগ করে করোনা অতিমারীর সময়কাল ধরে মোট আক্রান্তের সংখ্যা ছুয়েছে ৪.৪৬ কোটিতে ও মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫,৩০,৮১৬ জনে।  যদিও পরিস্থিতি উদ্বেগজনক নয় বলেই জানিয়েছে চিকিৎসকেরা। অযথা আতঙ্কিত না হয়ে ভিড়ে মাস্ক পড়ার পরামর্শ দিয়েছেন তারা। বুধবারই দেশের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রকের ও কোভিড টাস্ক ফোর্সের আধিকারিকরা। আলোচনায় ভিড়ে মাস্ক পড়া ও টিকা করনের ওপরেই জোর দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment