BSF Firing

বিএসএফের গুলিতে পাচারকারীর মৃত্যুর অভিযোগ

জেলা

BSF Firing

ভারত-বাংলাদেশ সীমান্তে গরুপাচার এবং সেই পাচার ঘিরে বিএসএফের গুলিতে একের পর এক চোরাচালানকারির মৃত্যুর ঘটনা। এবারে মাথাভাঙা-১ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ’র গুলিতে মৃত্যু হলো এক পাচারকারীর।
জানা গেছে মৃত ব্যক্তি দিনহাটার বাসিন্দা নাম মকলেছ হক। পুলিশ সূত্রে জানা গেছে বুধবার ভোর রাতে বৃষ্টির সুযোগকে কাজে লাগিয়ে একদল পাচারকারী বাংলাদেশে গরু পাচারের উদ্দেশ্যে ইচ্ছাগঞ্জ এলাকায় জমায়েত হয়।


তখন কর্তব্যরত বিএসএফ জওয়ানরা বাধা দিলে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ওপর আক্রমণ চালায় পাচারকারী দল এমনটাই অভিযোগ‌। আত্মরক্ষার জন্য গুলি চালালে বিএসএফের গুলিতে মৃত্যু হয় পাচারকারী এক ব্যক্তির। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে ঘটনাস্থল  থেকে ৫টি গরু ও ধারালো অস্ত্র উদ্ধার করার পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা থানায় নিয়ে যায়। পাচারকারীর হামলায় একজন বিএসএফ জওয়ান আহত হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে মৃতের পরিবারের সদস্যরা মাথাভাঙ্গা থানায় পৌছায়।

Comments :0

Login to leave a comment