রাজ্যজুড়ে নির্বাচনী অশান্তির দায় নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। দায় নিতে হবে নির্বাচন কমিশনকেও। শনিবার রাজ্য নির্বাচন কমিশন দপ্তরের সামনে বামফ্রন্টের বিক্ষোভে এ কথা বলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম বলেন, ‘‘তৃণমূলের যে কর্মীরা খুন হয়েছেন তার দায়ও নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জিকে।’’
পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। প্রতিরোধের মুখেও পড়েছে। সেলিম বলেন, ‘‘পূর্ব বর্ধমানে পুলিশ এবং তৃণমূল কর্মীরা বামফ্রন্ট কর্মীদের বাধা দিয়েছে। অথচ তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডবের সময় চোখ বুঁজে ছিল।’’
সেলিম বলেন, ‘‘বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল। তার বিরুদ্ধে তুলে দাঁড়িয়েছে মানুষ। নিজের ভোট নিজে দেওয়ার চেষ্টা করেছেন জনতা। মানুষ মহিলারা লুট হওয়া ব্যালট বাক্স জলে ডুবিয়ে দিয়েছেন।’’
সেলিম বলেন, ‘‘গ্রাম বলছে যারা ছাপ্পা করিয়েছে তাদেরও ব্যবস্থা করবে জনতাই।’’
নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকায় ক্ষোভ উগড়ে দেন সেলিম। তিনি বলেন, ‘‘রাজীব সিনহাকে অবসরের পর পোষা হচ্ছে। মমতা ব্যানার্জি কিছু লোককে পুষছেন। আমরা ওই সব পোষা কুকুরের বিরুদ্ধে।’’ তিনি বলেন, ‘‘এ রাজ্যের নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করতে হবে। ভোট হিংসায় নিহতদের জন্য রাজীব সিনহার বিরুদ্ধেও বিচার করতে হবে।’’
প্রতিরোধের প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘এত মিথ্যে মামলা, লাথি গুলির, মারধর, হুমকি, গুলি বোমার সামনেও বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছেন। তাঁদের কুর্নিশ।’’
সেলিম বলেন, ‘‘শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করবে বামফ্রন্ট বললেন মহম্মদ সেলিম। যারা পুলিশের গায়ে হাত তুলেছেন তারা বামফ্রন্টের কর্মী না।’’
ছবি: অচ্যুৎ রায়
Comments :0