SHIMLA CORPORATION

শিমলা পৌরসভার ১টি আসনে জিতল সিপিআই(এম)

জাতীয়

CPIM SHIMLA BJP CONGRESS BENGALI NEWS জয়ী সিপিআই(এম) প্রার্থী বিরেন্দ্র ঠাকুর

শিমলা পৌরসভা নির্বাচনে ১টি ওয়ার্ডে জয়ী হলেন সিপিআই(এম) প্রার্থী বীরেন্দ্র ঠাকুর। তিনি শিমলা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বা সামারহিল এলাকা থেকে জয়ী হয়েছেন। এই নিয়ে টানা পাঁচবার এই ওয়ার্ড থেকে জয়ী হলেন সিপিআই(এম) প্রার্থীরা। 

মঙ্গলবার ৩৪ আসনের শিমলা পৌরসভায় নির্বাচন হয়। ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার। ২৪ আসন জিতে বোর্ড গঠন করতে চলেছে কংগ্রেস। বিজেপি জয়ী হয়েছে ৯ আসনে। 

শিমলা পৌরসভার মোট ৪টি আসনে প্রার্থী দিয়েছিল সিপিআই(এম)। ৬ নম্বর ওয়ার্ড বা টুটু অঞ্চলে প্রার্থী হন দীক্ষা ঠাকুর। ১৩ নম্বর ওয়ার্ড বা কৃষ্ণা নগর থেকে প্রার্থী হন অমিত কুমার এবং ২৪ নম্বর ওয়ার্ড বা সাংটি এলাকা থেকে সিপিআই(এম) প্রার্থী হন কপিল দেব শর্মা। 

অপরদিকে এই নির্বাচনে ভরাডুবি ঘটেছে আম আদমি পার্টির। ২১ ওয়ার্ডে প্রার্থী দিয়েও একটিও আসনে জিততে পারেনি তাঁরা। 

এদিনের জয়ের পরে বীরেন্দ্র সিংকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। জয়ী প্রার্থীকে নিয়ে বিজয় মিছিল বের হয়। 

প্রসঙ্গত, ২০১৭ সালে শিমলা পৌরসভায় শেষবার নির্বাচন হয়। সেই নির্বাচনে ১৭ আসন জিতে বোর্ড গঠন করে বিজেপি। কংগ্রেস পেয়েছিল ১২টি আসন। 

Comments :0

Login to leave a comment