Darjeeling Toy Train

ফের পাহাড়ি আঁকাবাকা পথে টয়ট্রেনের যাত্রা শুরু

রাজ্য জেলা

প্রাকৃতিক বিপর্যয় পরবর্তী সময়ে ফের পাহাড়ি আঁকাবাকা পথ ধরে টয়ট্রেনের যাত্রা শুরু হলো। শুক্রবার সকালে শিলিগুড়ি থেকে দার্জিলিঙ পাহাড়ে শুরু হলো টয়ট্রেন পরিষেবা। প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিলো টয়ট্রেনের লাইন। কোথাও লাইনের ওপর ধস নেমে এসেছিলো। আবার কোথাও লাইনের নীচের মাটি ধসে গিয়ে টয়ট্রেন লাইন শূন্যে ঝুলছিলো। ফলে টয়ট্রেনের স্বচ্ছন্দ চলার পথে বিঘ্ন ঘটেছিলো। ধস পরিষ্কারের পাঁচদিন পরে ফের পরিষেবা স্বাভাবিক হয়েছে। এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পর্যটকদের নিয়ে দার্জিলিঙের উদ্দেশ্যে রওনা দিয়েছে টয়ট্রেন। একইরকমভাবে দার্জিলিঙ থেকেও নিউ জলপাইগুড়ি স্টেশনে টয়ট্রেন এসেছে। এছাড়াও দার্জিলিঙ পাহাড়ে জয়রাইডগুলিও চলছেই। এদিন পাহাড়ে মোট ১৩টি জয়রাইড চালানো হয়েছে। 
খেলনা গাড়ির চলাচল শুরু হতেই পর্যটকদের মধ্যে খুশির হাওয়া। স্বস্তি ফিরে পেয়েছে পর্যটন ব্যবসায়ীরাও। ৪অক্টোবর রাতের বৃষ্টি ও ধসে কার্শিয়াঙ ব্লকের তিনটি জায়গাতেই টয়ট্রেনের লাইন ক্ষতির মুখে পড়ে। শৈল শহর তছনছ হয়ে যায়। স্বব্ধ হয়ে পড়ে গোটা পাহাড়। বিপর্যয়ের পরে দার্জিলিঙ থেকে শিলিগুড়ি দুটি টয়ট্রেন বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও কার্শিয়াঙ ও তিনধারিয়া থেকেও দুটি করে চারটি টয়ট্রেন চলাচল বন্ধ ছিলো। মোট ছয় টয়ট্রেন চালানো বন্ধ ছিলো। জানা গেছে, কার্শিয়াঙ ও তিনধারিয়া থেকেও স্পেশাল টয়ট্রেনগুলি দ্রুতই চালু করা হবে। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরে ধস বিধ্বস্ত দার্জিলিঙ পার্বত্য এলাকায় প্রকৃতি যেন তার অপরূপ সৌন্দর্য্যের ডালি মেলে ধরেছে। চারিদিকের মনমুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য্য। চোখ ফেরানো যাচ্ছে না। উৎসবের মরশুমে দার্জিলিঙ পাহাড়ে বেড়াতে আসার জন্য পর্যটকদের বুকিং সাড়া হয়ে গিয়েছিলো। অনলাইনে দূরদূরান্তের পর্যটকদের বুকিং ছিলো। বিপর্যয়ের আতঙ্কে অনেকে বুকিং বাতিল করলেও, অনেকেই তাদের বুকিং রেখেছিলেন। এদিন টয়ট্রেন পরিষেবা শুরুর প্রথম দিনে পর্যটকদের নিয়ে পাহাড়ি পথ ধরে কুঁ ঝিক-ঝিক আওয়াজ তুলে ছুটেছে খেলনা গাড়ি। চারিপাশের নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য উপভোগের পাশাপাশি প্রকৃতির এক রাতের তান্ডবে গোটা পাহাড় জুড়ে যে ধ্বংসলীলা চলেছে তাও খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন বহু পর্যটক। 
টয়ট্রেন পরিষেবা স্বাভাবিক প্রসঙ্গে হিমালয়ান হসপিটালিটি ট্যুর অ্যান্ড ট্রাভেল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, দার্জিলিঙে পাহাড়ের আকর্ষনের মূল কেন্দ্রবিন্দু টয়ট্রেন। টয়ট্রেন চলার খবরে পর্যটকরা উচ্ছ্বসিত। গত শনিবার রাতে ধসের কারনে কার্শিয়াঙ ও দার্জিলিঙে টয়ট্রেনের লাইন ক্ষতিগ্রস্ত হয়েছিলো। মূল পরিষেবা শিলিগুড়ি-দার্জিলিঙ টয়ট্রেন চলাচল বন্ধ ছিলো পাঁচদিন। এছাড়াও কার্শিয়াঙ থেকে দার্জিলিঙ পর্যন্ত স্পেশাল জয়রাইড বন্ধ করা হয়েছিলো। দূর্যোগ কাটিয়ে ফের পরিষেবা স্বাভাবিক হওয়ায় আমারও স্বস্তি ফিরে পেয়েছি।   

Comments :0

Login to leave a comment