Delhi

স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ নিয়ে দিল্লির মুখ্যসচিবের সাথে স্বাস্থ্যমন্ত্রীর সংঘাত

জাতীয়

মহল্লা ক্লিনিক গুলোয় ওষুধের ঘাটতি নিয়ে দিল্লির মুখ্যসচিবের বিরুদ্ধে সরব হলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী। সৌরভ ভরদ্বাজের অভিযোগ সরকারি হাসপাতাল এবং মহল্লা ক্লিনিক গুলোয় ওষুধের স্টক নিয়ে সরকার এবং বিধানসভাকে ভুল পরিচালিত করছেন মুখ্যসচিব। তার কথায় ওষুধের ঘাটতি পুরন করার জন্য সরকারের পক্ষ থেকে যেই যেই নির্দেশ দেওয়া হয়েছে তা তিনি পালন করছেন না। 

কেজরিওয়াল গ্রেপ্তার হওয়ার পরপরই আপের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে দিল্লিতে সরকার ফেলার পরিকল্পনা করছে বিজেপি আর সেই কাজে তারা একাধিক আমলাকে ব্যবহারও করছেন।

অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে নতুন একটি ওয়েবসাইট চালু করেছে আপ। ‘আপ কা রাম রাজ্য’ নামে চালু করা সাইটে পাজ্ঞাব এবং দিল্লিতে আপ সরকারের বিভিন্ন কাজের খতিয়ান সেখানে তুলে ধরা হয়েছে। 

বুধবার সাংবাদিক সম্মেলনে সৌরভ ভরদ্বাজ, সজ্ঞয় সিংহ, অতিশী এবং জেসমিন শাহ এই নতুন সাইটের উদ্বোধন করেন। সৌরভ ভরদ্বাজ বলেন, ‘‘গত দশ বছরে দিল্লিতে এবং পাজ্ঞাবে আপের নতুন সরকার গঠন হওয়ার পর যেই সব জনমুখি কাজ করা হয়েছে তা গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত।’’ 

Comments :0

Login to leave a comment