DMK Manifesto

লোকসভা নির্বাচনের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করলো ডিএমকে

জাতীয়

মহিলাদের মাসে হাজার টাকা অনুদান দেওয়া থেকে বিনা সুদের ১০ লক্ষ টাকার ঋণ। ছাত্রীদের দেওয়া হবে চার লক্ষ টাকার ঋণ। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ডিএমকের ইস্তাহারে রয়েছে একাধিক জনমুখি কথা। বুধবার দলের লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন এই ইস্তাহার জনমুখি। সাধারণ মানুষের বর্তমান অবস্থার কথা মাথায় রেখেই এই ইস্তাহার তৈরি করা হয়েছে।

মোদী সরকারের আমলে লাফিয়ে লাফিয়ে বেড়েছে পেট্রোল, ডিজেল সহ রান্নার গ্যাসের দাম। ডিএমকের ইস্তাহার বলা হয়েছে কেন্দ্রে ইন্ডিয়া সরকার গঠন হলে পট্রোলের দাম কমে হবে ৭৫, ডিজেল ৬৫, রান্নার গ্যাসের দাম হবে ৫০০ টাকা। এছাড়া অভিন্ন দেওয়ানি বিধি বাতিল এবং সংসদে, বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষনের কথাও উল্লেখ করা হয়েছে।

ইস্তাহার প্রকাশের পাশাপাশি ৩৯টি আসনের মধ্যে ২১টি আসনের প্রার্থীর নাম ঘোষনা করেছে ডিএমকে। বাকি আসন গুলো ছাড়া হয়েছে কংগ্রেস, সিপিআই(এম) সহ ইন্ডিয়ার অন্য দল গুলোর জন্য।    

Comments :0

Login to leave a comment