মাধ্যমিক ইংরাজির ই-টেস্ট পেপার প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি। ৩৯টি সরকারি অধিকাংশের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্রের সংকলন রয়েছে টেস্ট পেপারে, জানানো হয়েছে এই শিক্ষক সমিতির তরফে।
সমিতির পক্ষে বলা হয়েছে, রাজ্যের লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সকল পরীক্ষার্থীদের জন্য ব্যবহারযোগ্য এই ই-টেস্ট পেপার প্রকাশ করা হয়েছে।
বলা হয়েছে যে মাধ্যমিক পরীক্ষার্থীরা ৯৪৩৩১৬৪৩৭৩ নম্বরে হোয়াটসআপ করলে ইংরাজি বিষয়ের এই টেস্ট পেপার পাঠিয়ে দেওয়া হবে। সমিতির উদ্যোগে মাধ্যমিকের অন্য ৬টি বিষয়ভিত্তিক ই-টেস্ট পেপার গত ১৩ নভেম্বর প্রকাশ করা হয়েছে।
e-test paper
মাধ্যমিক ইংরাজির ই-টেস্ট পেপার প্রকাশ
×
Comments :0