দিল্লির পর গুজরাটে মোদী হাঠাও দেশ বাঁচাও পোস্টার লাগানোর কারণে আহমেদাবাদে গ্রেপ্তার আটজন আপ কর্মী। বৃহস্পতিবার গোটা দেশ জুড়ে মোদী হাঠাও দেশ বাঁচাও স্লোগান তুলে প্রচারে নেমে আম আদমি পার্টি। শুক্রবারই বিজেপি শাসিত গুজরাটে এই পোস্টার লাগানোর জন্য গ্রেপ্তার হলেন আটজন।
আহমেদাবাদ পুলিশের দাবি পোস্টার গুলি আপত্তিকর। এর আগে দিল্লি পুলিশের পক্ষ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে বলা হয় যে আইন অনুযায়ী পোস্টারে কোন প্রেসের নাম না থাকায় এবং নাগরিক সম্পত্তি নষ্ট করার অপরাধে দুজন ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আহমেদাবাদ পুলিশ এবং বিজেপিকে সরকারকে নিশানা করে টুইট করা হয়েছে আপের পক্ষ থেকে।
Comments :0