Murshidabad DIG

সড়ানো হলো মুর্শিদাবাদের ডিআইজিকে

রাজ্য লোকসভা ২০২৪

মুর্শিদাবাদের ডিআইজিকে সড়ালো নির্বাচন কমিশন। সোমবার মুখ্যমসচিবকে চিঠি দিয়ে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এদিন বিকেল পাঁচটার মধ্যে ওই অফিসারকে সড়িয়ে দিতে হবে। নির্বাচনের সাথে যোগাযোগ নেই এমন কোন পদে তাকে স্থানান্তরিত করতে হবে।

দীর্ঘদিন ধরেই বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরি দাবি করে এসেছেন যে ডিআইজি মুকেশ শাসক দলের হয়ে কাজ করছে। কমিশনের কাছেও তিনি অভিযোগ জানান। তারপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এর আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সড়িয়েছে নির্বাচন কমিশন। 

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন