গত ৪ নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে। এনুমারেশন ফর্ম ফিল-আপের কাজ প্রায় শেষের মুহূর্তে। কমিশন সূত্রে খবর রাজ্যের প্রায় ৬ কোটির বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়ে গিয়েছে। যদিও ফর্ম জমা দেওয়ার শেষ দিন ৪ ডিসেম্বর। তার আগেই রাজ্যে তিনজন আধিকারিককে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র, সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বৈভোর আগরওয়াল এই তিনজন আধিকারিককে অবিলম্বে সিইও দপ্তরের সঙ্গে যুক্ত হতে নির্দেশ দিয়েছে কমিশন। এসআইআর’এর কাজ যতদিন না শেষ হবে ততদিন এই আধিকারিকরা অস্থায়ীভাবে সিইও দপ্তরের কাজের সঙ্গে যুক্ত থাকবেন। তাঁরা রাজ্যের মনোজ আগরওয়ালের তত্ত্বাবধানেই কাজ করবেন। অবিলম্বে তাঁদের এই কাজে যোগ দিতে বলা হয়েছে। এই তিন অফিসার দিল্লির নির্বাচন সদনে কাজ করতেন। সিইও দপ্তরে তৃণমূল সমর্থীত বিএলও’দের বিক্ষোভের ঘটনার পরেই নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে এই তিন অফিসারকে নিয়োগ করল। গোটা এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখবে তিন অফিসার।
Election Commission
রাজ্যে ৩ আধিকারিককে পাঠাচ্ছে নির্বাচন কমিশন
×
Comments :0