TMCP

অভিষেকের সমাবেশের জন্য পিছিয়ে গেল পরীক্ষা

রাজ্য

২৯ মার্চ শহীদ মিনারে অভিষেক ব্যানার্জি সবার জন্য বাতিল হল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পরীক্ষা। ওই দিন নির্ধারিত সূচি অনুযায়ী স্নাতক স্তরের পরীক্ষা ছিল। সোমবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, ২৯ মার্চ পরীক্ষা হবে না। তার বদলে ৩১ মার্চ হবে পরীক্ষা। কি কারণে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হলো তা নির্দেশিকায় উল্লেখ নেই। তবে এসএফআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সমাবেশের কারণেই পরীক্ষা বাতিল করা হয়েছে। কারণ অতীতে একাধিকবার তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের কর্মসূচির জন্য পরীক্ষা বাতিলের ঘটনা সামনে এসেছে। 
এসএফআই উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক আকাশ কর জানিয়েছেন, "সাধারণ ছাত্রছাত্রীরা দুর্নীতিবাজ টিএমসিপির সাথে নেই। তাদের ধমকে চমকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে ২৯ এর সভায়। পরীক্ষাও পিছিয়ে দিতে বাধ্য করা হল। লেখাপড়া নষ্ট করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ধ্বংসকারী তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি"।

Comments :0

Login to leave a comment