Barasat Fire

কদম্বগাছিতে রঙের কারখানায় বিধ্বংসী আগুনে জখম ৩ শ্রমিক

রাজ্য জেলা

Barasat Fire


দত্তপুকুরের কদম্বগাছির একটি রঙের কারখানায় বিধ্বংসী আগুন। বুধবার সন্ধ্যায় কদম্বগাছি গ্রামপঞ্চায়েতের চন্ডীগাড়ি এলাকায় অবস্থিত রঙের কারখানায় আগুন লাগে। নিমিশেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন বিধ্বংসী রুপ নেয়। খবর যায় দমকলে। দমকলের আসার আগেই স্থানী মানুষ আগুন নেভানোর কাজ হাত লাগান। পরে ঘটনাস্থলে আসে ৪টে ইঞ্জিন।

 আগুন লাগার সময় কারখানায় কাজ করছিলেন অনেক শ্রমিক। আগুনে তিন শ্রমিক গুরুতর জখম হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গেছে জখম তিন শ্রমিককে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাদের। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। যদিও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। স্থানীয় সূত্রে খবর, আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে ওই কারখানার। আগুন কিছুটা নিয়ন্ত্রণে। শেষ পাওয়া খবরে জানা গেছে এখনো সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আসেনি। এখনও দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করে চলেছেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


 

Comments :0

Login to leave a comment