DA Movement

ধর্ণা চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা

রাজ্য

হাই কোর্টের নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতার দাবি অবস্থান করতে থাকা সংগ্রামী যৌথ মঞ্চের আশপাশে বাঁশ এবং টিন দিয়ে ব্যারিকেড করেছে পুলিশ। কিন্তু পুলিশের এই নিরাপত্তার ওপর কোন ভরসা রাখতে পারছেন না আন্দোলনরত সরকারি কর্মীরা। তাই নিজেদের উদ্যোগে ধর্ণা মঞ্চের সামনে গার্ডরেল বসিয়েছেন সরকারি কর্মীরা। ধর্ণা মঞ্চে যারা অংশ নিতে আসছেন তাদের কাছে নিজেদের পরিচয় জানতে চাওয়া হচ্ছে আন্দোলনকারিদের পক্ষ থেকে।

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ১০০ মিটারের মধ্যে অভিষেক বন্ধ্যোপাধ্যায়ের সভার জন্য কোন অবাঞ্চিত পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য তাদের এই গার্ডরেল বসানোর সিদ্ধান্ত। পূর্বের ধর্ণা মঞ্চ বোমা মেরে তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়। ধর্ণা মঞ্চেই আক্রমণ করা হয় আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে। বৃহস্পতিবার মমতা ব্যানার্জির ধর্ণা যখন চলবে তখন কিছুটা দুরেই শহীদ মিনারে মহা সমাবেশের ডাক দিয়েছেন সরকারি কর্মীরা। 

উল্লেখ্য এদিন তারা অভিনব অনশন কর্মসূচি নিয়েছেন। অবস্থানে উপস্থিত সরকারি কর্মীরা ফলের রস এবং চকোলেট খেয়ে অনশন পালন করছেন। 

Comments :0

Login to leave a comment