Election commission of India

বন্ধ করতে হবে বিকশিত ভারত মেসেজ, বললো কমিশন

জাতীয়

নির্বাচন ঘোষনা হওয়ার পরপর হঠাৎ করেই অনেকের ফোনে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি হোয়াটসঅ‌্যাপ মেসেজ এসেছে। যেখানে মোদী সরকারের ‘বিকশিত ভারত’ এর খতিয়ান দেওয়া হয়েছে। নির্বাচন আচরন বিধি ভঙ্গের অভিযোগ তুলে ইতিমধ্যে সরব হয়েছেন বিরোধীরা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এই ধরনের প্রচার বন্ধ করার জন্য। 

সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়েছে যে প্রযুক্তিগত কারণে ওই মেসেজ অনেকের ফোনে পৌঁছে গিয়েছে।

বিরোধীদের বক্তব্য ওই মেসেজে এমন কিছু কথা বলা হয়েছে যা পুরোপুরি ভাবে রাজনৈতিক প্রচার। তবে সরকারি বিজ্ঞাপনকে ব্যবহার করে রাজনৈতিক প্রচার করার উদাহরন এই রাজ্যেও আছে। ১০ মার্চ রাজ্যের বিভিন্ন সংবাদপত্রে যেই সরকারি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তা সম্পূ্র্ন ভাবে রাজনৈতিক বার্তা বহন করে বলে অনেকে মনে করেন। 

Comments :0

Login to leave a comment