ISRAEL PALESTINE CONFLICT

ইজরায়েলী আগ্রাসনের ফলে বাড়ছে হামাসের সমর্থন

আন্তর্জাতিক

israel palestine conflict hamas usa israel iran india bengali news

হামাসকে পরাস্ত করার জন্য গাজা ভূখণ্ডে লাগামছাড়া হামলা চালাচ্ছে ইজরায়েল। এরইমধ্যে ফাঁস হয়েছে ইজরায়েলী সেনার একটি রিপোর্ট। 

ইজরায়েলের চ্যানেল ১২ সেদেশের সেনাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরদমে সামরিক অভিযান শুরুর পরে, কমার বদলে বেড়ে গিয়েছে হামাসের প্রতি সমর্থন। ইজরায়েলী সেনার অফিসাররা জানাচ্ছেন, প্রাথমিক ভাবে হামাসের যত সংখ্যক যোদ্ধা রয়েছে বলে ভাবা হয়েছিল, বাস্তবে সেই সংখ্যাটা অনেকটাই বেশি। 

সামরিক আধিকারিকদের উদ্ধৃত করে চ্যানেল ১২ জানাচ্ছে, গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি স্থাপন না হওয়া অবধি সমস্ত আটক যুদ্ধবন্দীদের উদ্ধার করে ফিরিয়ে আনা সম্ভব নয়। 

আল জাজিরা জানাচ্ছে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২৫ হাজারের বেশি প্যালেস্তিনীয় নাগরিক। গাজার স্বাস্থ্যমন্ত্রকের তরফে সমস্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে, নিহতদের সিংহভাগ মহিলা এবং শিশু। 

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় গাজায় ১৭৮জনকে হত্যা করেছে ইজরায়েলী সেনা। আহতের সংখ্যা ২৯৩। 

যদিও ইজরায়েলের পক্ষেও ক্রমেই কঠিন হয়ে পড়েছে আগ্রাসন বজায় রাখা। সরকারি সূত্রে খবর, ৩ মাস ধরে চলা যুদ্ধে ইজরায়েলের খরচ হয়েছে ৬০ বিলিয়ান মার্কিন ডলার। 

Comments :0

Login to leave a comment