SC Kashmir

হেপাজতে নিপীড়ন, কাশ্মীরের পুলিশ আধিকারিকদের গ্রেপ্তারির নির্দেশ

জাতীয়

পুলিশ কনস্টেবলকে হেপাজতে রেখে অত্যাচার চালিয়েছিল জম্মু ও কাশ্মীরের পুলিশই। সেই ঘটনায় দায়ের মামলায় আক্রান্ত কনস্টেবল খুরশিদ আহমেদ চৌহানকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 
জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার যৌথ জেরা কেন্দ্র ডেকে নিয়ে আটক করা হয়েছিল খুরশিদকে। তারপর নির্যাতন চালানো হয়। ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালর। দোষী পুলিশ আধিকারিকদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে সোমবারের রায়ে। 
বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ নাথের বেঞ্চে আবেদন দায়ের করেছিলেন আক্রান্ত কনস্টেবল খুরশিদ আহমেদ চৌহান। আত্মহত্যার চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের এফআইআর বাতিলের আবেদন জানান খুরশিদ। তিনি আদালতে জানান যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন। তাঁর গোপনাঙ্গে ক্ষত সৃষ্টি করা হয়। যে ৬দিন তাঁরকে আটক করা হয়েছিল তার কোনও আইনি বৈধতা ছিল না। হাইকোর্ট তাঁর আবেদন না মানায় সুপ্রিম কোর্টে দায়ের করেন মামলা।

Comments :0

Login to leave a comment