VS Achuyutanandan

প্রয়াত কমরেড ভিএস অচ্যুতানন্দন

জাতীয়

দেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় নেতা ভিএস অচ্যুতানন্দন প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ১০১। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। 
ভোলিক্কাকাথু শঙ্করণ অচ্যুতানন্দন কেরালার জনতার কাছে ছিলেন ‘ভিএস’। ২০০৬ থেকে ২০১১ কেরালা মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কেরালা বিধানসভায় ১৫ বছর বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেছেন। সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটি ও পলিট ব্যুরো সদস্যের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।
ব্রিটিশ শাসনে পরাধীন ভারতে নারকেল দড়ি শ্রমিক, কৃষি শ্রমিকদের সংগঠিত করার মাধ্যমে কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। ১৯৪৬ সালে ঐতিহাসিক পুন্নাপ্রা ভায়ালার বিদ্রোহের অন্যতম শীর্ষস্থানীয় নেতা হয়ে উঠেছিলেন ভিএস। 
১৯৬৪-তে অবিভক্ত কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদ ছেড়ে যে ৩২ নেতা সিপিআই(এম) গঠন করেন অচ্যুতানন্দন ছিলেন তাঁদের অন্যতম।

Comments :0

Login to leave a comment