সোমবার রাতে ( মঙ্গলবার ) ওয়াশিংটন ওপেনে নেমেছিলেন বছর ৪৫র টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। প্রায় ১৬মাস পর প্রত্যাবর্তন ঘটল তার। সতীর্থ হেইলে ব্যাপ্টিস্টের সঙ্গে জুটি বেঁধে পরাস্ত করেন ইগুনে বুচার্ড ও ক্লেভি নগুনেকে। রাউন্ড অফ সিক্সটিনের এই ম্যাচে ৬-৩ ও ৬-১ ব্যবধানে জিতলেন ভেনাস - হেইলে জুটি। শেষবার ২০২৩ সালে সিনসিনাটি ওপেনে খেলার পর ২০২৪সালে মায়ামি ওপেনে নেমেছিলেন এই তারকা টেনিস খেলোয়াড়। মঙ্গলবার এই প্রতিযোগিতার সিঙ্গেলসে নামবেন ভেনাস। তার প্রতিপক্ষ পেইটন স্টার্নস। মোট ৭টি গ্র্যান্ড স্ল্যাম জয় ছাড়াও এই তারকা ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ডাবলসে। তার বোন সেরেনা উইলিয়ামসের সঙ্গে মোট তিনটি অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন।
WASHINGTON OPEN 2025
ওয়াশিংটন ওপেনে জয় ৪৫-র ভেনাস উইলিয়ামসের

×
Comments :0