সোমবার বিশ্ব চেস ফেডারেশন FIDE ঘোষণা করেছে যে আগামী অক্টোবরে পুরুষদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। সোমবার মহিলাদের বিশ্বকাপে নজর থাকবে গোটা ভারতবাসীর। জর্জিয়ার বাতুমিতে কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচে নামতে চলেছে দুই ভারতীয় তারকা দাবাড়ু। দিব্যা দেশমুখ ও হরিকা দ্রোনাভালি শেষ ম্যাচে ড্র করে সোমবার টাইব্ৰেকারে নামবেন তারা। এই ম্যাচের বিজয়ী সেমিফাইনালে জায়গা করে নেবে কোনেরু হাম্পি , লেজ তিঞ্জে এবং ট্যান ঝংঘির সঙ্গে । ভারতীয় সময় বিকেল ৪:৩৫নাগাদ শুরু হবে এই প্রতিযোগিতা। দুটি গেম ম্যাচ হবে দুই খেলোয়াড় মোট ১৫মিনিট করে পাবেন প্রথম দান দেওয়ার ক্ষেত্রে। সঙ্গে ১০সেকেন্ডের সময় বৃদ্ধি হবে। এবার এই সময় কমতে কমতে প্রথমে ১০ মিনিটে ১০সেকেন্ডের বৃদ্ধি , তারপর ৫মিনিটে ৩সেকেন্ডের বৃদ্ধি এবং শেষে ৩মিনিটে ২সেকেন্ডের সময় বৃদ্ধি পাবে প্রত্যেকটি খেলোয়াড়ের। এইভাবেই দুই খেলোয়াড়ই ৩+২ ম্যাচ গেম খেলে যাবেন যতক্ষণ না পর্যন্ত কারোর জয় আসছে।
FIDE WOMEN' S WORLD CUP 2025
দাবার উইমেন্স বিশ্বকাপের টাইব্রেকার ম্যাচ

×
Comments :0