Monsoon Session 2025

ভোটার তালিকার বিশেষ গভীর সংশোধন নিয়ে সংসদে বিক্ষোভ বিরোধীদের

জাতীয়

ছবি পিটিআই

বিহারে ভোটার তালিকার বিশেষ গভীর সংশোধনের বিষয় নিয়ে সংসদে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। এদিন বাদল অধিবেশন দ্বিতীয় দিনে বিহারে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে সরব হন বিরোধীরা। শুরু হয় তুমুল হৈহট্টগোল। বন্ধ হয়ে যায় অধিবেশন। অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর নতুন সংসদ ভবনের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 
গত ২৪ জুন বিহারে বিধানসভা ভোটের কয়েক মাস আগে নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন বা এসআইআর এর শুরু করেছে। কমিশনের নোটিশে বলা হয়েছে ২০০৩ সালের পর থেকে ভোটার তালিকায় যাদের নাম নথিভুক্ত করা হয়েছে তাদের বাবা মায়ের জন্মশংসাপত্র পত্র একাধিক নথি জমা দিতে হবে। তার ভিত্তিতে তাদের নাম ভোটার তালিকায় থাকবে। বিরোধীদের দাবি কোন আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনে এই নির্দেশিকা জারি করেছে। তাদের দাবি ঘুর পথে এনআরসির কাজ করানো হচ্ছে নির্বাচন কমিশনকে দিয়ে। এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দল গুলো। উল্লেখ্য প্রায় ২.৫ কোটি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। যেই যেই ভোটারদের থেকে এই সব নথি চাওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে পরিযায়ী শ্রমিক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
বাদল অধিবেশনের শুরুতেই সর্বদলীয় বৈঠকে বিরোধীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল বিহারের ভোটার তালিকার বিশেষ সমীক্ষা নিয়ে সংসদে আলোচনা করার। 
অন্যদিকে রাজ্যসভায় উপ-রাষ্ট্রপতির ইস্তফা নিয়ে সরব হয় বিরোধীরা। তুলুম হৈহট্টগোলের জন্য ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন।

Comments :0

Login to leave a comment