হালতুর রামলাল বাজার মোড়ে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত চিকিৎসক। আগামী ২১ জুলাই তৃণমূলের সমাবেশকে কেন্দ্র করে এদিন রামলাল বাজার মোড়ে তৃণমূলের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। নির্যাতিত চিকিৎসক সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তায় জ্যাম থাকায় তিনি হর্ন দেন। সেখান থেকেই শুরু হয় বচসা। তৃণমূল কর্মীদের বক্তব্য এলাকার তৃণমূল নেতা তরুণ মন্ডল বক্তব্য রাখার সময় তিনি হর্ন দেন।
প্রথমে বচসার পর ওই চিকিৎসক গাড়ি নিয়ে কিছুদূর যাওয়ার পর তার গাড়ি আটকায় তৃণমূল কর্মীরা। তার গাড়ির কাঁচ ভাঙ্গা হয় তারপর তাকে মারধর করা হয়।
হালতু অঞ্চলে এই ধরনের ঘটনা এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে।
মন্তব্যসমূহ :0