পাটনার হাসপাতালে আইসিইউতে ঢুকে গুলি চালানোর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। ৫ অভিযুক্তকেই কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নিউ টাউনের একটি আবাসন থেকে তাঁদের গ্রেপ্তার করে হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার পাটনার হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা এক রোগীকে গুলি করে খুন করে এক দল দুষ্কৃতী বাহিনী। নিহত ওই ব্যক্তির নাম চন্দন মিশ্র। সে নিজেও একাধিক খুনের মামলায় আসামি ছিলেন তিনি। প্যারোলে জেল থেকে ছাড়া পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
শনিবার ভোর রাতে পাটনা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স যৌথ হবে অভিযান চালায়। সেখান থেকেই ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মোবাইলের লোকেশন ট্র্যাক করে পুলিশ হদিশ পায় ওই দুষ্কৃতীদের। এই ঘটনায় মূল অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছে যে অভিযুক্তরা পাটনা থেকে কলকাতায় পালিয়ে এসেছিলো। তাঁরা নিউটাউনের এই আবাসনে লুকিয়ে ছিল। এখানে গা ঢাকা দিতে কলকাতার কেউ সাহায্য করেছিল কিনা তদন্ত করা হচ্ছে।
Comments :0