লোরেটো হাউস, লোরেটো কনভেন্ট এন্টালি, সেন্ট জেমস স্কুল, দ্য হেরিটেজ স্কুল, লোরেটো ডে স্কুল শিয়ালদহ, লোরেটো ডে স্কুল এলিয়ট রোড, লোরেটো ডে স্কুল ধর্মতলা এবং লোরেটো ডে স্কুল বউবাজার বন্ধ থাকবে আগামীকাল। লা মার্টিনিয়ার স্কুল বয়েজ অ্যান্ড গার্লস, বিড়লা হাই স্কুল, সুশীলা বিড়লা গার্লস স্কুল এবং বিড়লা হাই স্কুল মুকুন্দপুরে অনলাইন ক্লাস হবে বলে জানা গেছে। সাউথ পয়েন্টে ৫ম শ্রেণী পর্যন্ত অনলাইন ক্লাস হবে।
লা মার্টিনিয়া স্কুলের তরফে জানানো হয়েছে যে সমাবেশের কারণে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে। এছাড়াও, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ইউনিট পরীক্ষা ছিল সোমবার। সেই পরীক্ষা মঙ্গলবার হবে।
শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ২১শে জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের সমাবেশে যাওয়ার জন্য সমস্ত মিছিল সকাল ৮টার মধ্যে করতে হবে। ৯টা থেকে ১১টা পর্যন্ত কোনও মিছিল করা যাবে না। এই সময় কালে যান পরিষেবা সচল রাখার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছে কোর্ট।
Comments :0