CBSE

পরীক্ষার্থীদের ডিভিশন ঘোষণা করবে না সিবিএসই

জাতীয়

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের কোন ডিভিশন ঘোষণা করবে না। সিবিএসই’র পরীক্ষা নিয়ন্ত্রক সন্যম ভরদ্বাজ প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছেন। 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, শিক্ষার্থীদের  সেরা কোন পাঁচটি যোগ্যতা ঠিক করার জন্য বেছে নেওয়া হবে তা ঠিক করবে কলেজ। দ্বাদশের পর যে কলেজে ছাত্র বা ছাত্রী ভর্তি হতে চাইবে তারাই বেছে নেবে। 
বলা হয়েছে, ‘‘মার্কশিটে শতাংশের উল্লেখও থাকবে না। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অথবা নিয়োগকর্তা নম্বর দেখে হিসেব করে নেবেন।’’
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘যদি কোনে পড়ুয়া পাঁচটির বেশি বিষয়কে ভর্তির আবেদনে উল্লেখ করে থাকেন তবে সেরা পাঁচটি বিষয় বেছে নেওয়ার সিদ্ধান্ত কলেজের ওপরই নির্ভর করবে।’’ 
উল্লেখ্য পূর্বেই বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে চলতি শিক্ষাবর্ষের সিবিএসই দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। গত শিক্ষাবর্ষে সিবিএসই’র পক্ষ থেকে কোন মেরিট লিস্ট এবং স্থানাধিকারীদের নাম ঘোষণা করা হয়নি।

Comments :0

Login to leave a comment