গত ১৫ মার্চ আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছে ইডি। আইনজীবী মারফত আদালতকে লেখা চিঠিতে কবিতা উল্লেখ করেছেন যে সংবাদমাধ্যমে তার ফোনের গোপনীয়তা যে ভাবে প্রকাশ করা হয়েছে তাতে তার ব্যাক্তিগত জীবনে গোপনীয়তাকে আঘাত করা হয়েছে। কবিতা দাবি করেছেন যে তিনি সব সময় তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার আধিকারিকদের সহযোগীতা করছেন।
তবে এই চিঠিতে বিজেপিকে আক্রমণ করতে ভোলেননি কবিতা। তিনি লিখেছেন ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সি গুলোর ৯৫ শতাংশ তদন্ত চলছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে। বিজেপি এবং তার সঙ্গী দলগুলোর যেই সব নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে কোন তদন্ত চলছে না। অনেকের ক্ষেত্রে তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
Comments :0