Kharge

রাম মন্দিরে বুলডোজার মন্তব্যে মোদীর বিরুদ্ধে ব্যবস্থার দাবি খাড়গের

জাতীয় লোকসভা ২০২৪

রাম মন্দিরকে কেন্দ্র করে বিজেপি এবং নরেন্দ্র মোদীর লাগাতার মিথ্যা প্রচারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বেশ কয়েকটি জনসভায় প্রধানমন্ত্রী লাগাতার বলে আসছেন যে ইন্ডিয়া ক্ষমতায় এলে রাম মন্দির তারা বুলডোজার দিয়ে ভেঙে দেবে। হিন্দুত্ববাদীদের নিজেদের বাক্সে আনার জন্য প্রধানমন্ত্রীর এই মিথ্যা প্রচার বলে মনে করছেন অনেকেই।

শনিবার সাংবাদিক সম্মেলন থেকে খাড়গে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন বিজেপির এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে পদক্ষেপ করার। তিনি বলেন, ‘‘আজ পর্যন্ত আমরা কোনদিন বুলডোজার ব্যবহার করিনি কোনদিন। যারা এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রধামন্ত্রী নিজে উস্কানিমূলক মন্তব্য করছেন।’’ তিনি আরও বলেন, ইন্ডিয়া ব্লকের সরকার ক্ষমতায় এলে সংবিধান মেনে সব কিছু রক্ষা করা হবে।

এনসিপি, শিবসেনা ভেঙে যাওয়ার পর তাদের নির্বাচনী প্রতীক বদলে গিয়েছে। বিজেপির সাথে থাকা গোষ্ঠীদের পুরনো দলের প্রতীক দেওয়া হয়েছে। অন্যদিকে নতুন প্রতীকে লড়তে হচ্ছে শরদ পাওয়ার উদ্ধব থ্যাকারেদের। 

এই প্রসঙ্গ টেনে কংগ্রেস সভাপতি বলেন, অনৈতিক ভাবে দল ভাঙিয়েছে বিজেপি। যারা বিজেপির সাথে আছে তাদের দলের আসল প্রতীক দেওয়া হলো আর যারা দল তৈরি করলো তাদের অন্য প্রতীক দেওয়া হলো। নরেন্দ্র মোদীর নির্দেশে এই কাজ হয়েছে। 

গত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ৪৮টি আসনের মধ্যে ৪২টি পায় এনডিএ। মহারাষ্ট্রের ‘ইন্ডিয়া’ নেতৃত্বের দাবি এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হবে না। 

Comments :0

Login to leave a comment