Nomination

রায়গঞ্জে কংগ্রেস প্রার্থী, বালুরঘাটে বামফ্রন্ট প্রার্থীর মনোনয়ন জমা

রাজ্য জেলা

বাঁধভাঙ্গা জনস্রোতে মনোনয়ন রায়গঞ্জে।


বিশ্বনাথ সিংহ (রায়গঞ্জ) অপূর্ব মন্ডল (বালুরঘাটে)


মনোনয়ন জমা করলেন বামফ্রন্ট সমর্থিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ। ভিক্টর নামেই পরিচিত তিনি। বুধবার মনোনয়ন জমা করেছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত। দুই কেন্দ্রেই ভোট ২৬ এপ্রিল। 
বুধবার জেলা প্রশাসনের কাছে মনোনয়ন পত্র দাখিল করলেন আলি ইমরান। এদিন রায়গঞ্জ দেবীনগর গয়ালাল হাই স্কুলের সামনে মাঠে জমায়েত হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কর্মী সমর্থক মিছিলে পা মেলান। মিছিলের পুরোভাগে ছিলেন জেলা বামফ্রন্ট নেতা আনোয়ারুল হক, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, সিপিআই(এম) নেতা উত্তম পাল, আরএসপি জেলা সম্পাদক ভাসান রায়,  সিপিআই জেলা সম্পাদক প্রদীপ সাহা, ছাড়াও প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখার্জী সহ অন্যন্যরা। 
দেশে অস্থির পরিস্থিতিতে বিজেপিকে পর্যুদস্ত করতে কংগ্রেস প্রার্থী ভিক্টরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান আনোয়ারুল হক। ভিক্টর সাংবাদিকদের বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই। রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূলের প্রার্থীর পরিচয় তিনি বিজেপি’র এমএলএ।  দুই ফুলের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’-র লড়াই। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে লড়াই হবে। 

বালুরঘাটে বামফ্রন্ট প্রার্থী জয়দেব সিদ্ধান্ত সহ বামকর্মীরা প্রশাসনিক ভবন অভিমুখে। 


বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন বামফ্রন্ট মনোনীত আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত মনোনয়ন জমা করেন।  শ্রমিক কৃষক ভবনের সামনের রাস্তা থেকে কৃষক, মজদুর, ছাত্র যুব, শিক্ষক সহ হাজার খানেক বাম কর্মী মিছিল করেন। বামফ্রন্টের দলগুলির, ভোটের প্রতীক চিহ্ন কোদাল বেলচার মডেল নিয়ে হয় মিছিল। 
পতাকা হাতে  বালুরঘাটের অমৃত খন্ড পঞ্চায়েতের অযোধ্যা গ্রামের কৃষক শহীদ লোহার  ক্ষোভের সঙ্গে  বলেন, ‘‘দীর্ঘ জটিল পদ্ধতির জন্য মান্ডিতে  আমন ধান বিক্রি করতে না পেরে কম দামে ফড়িয়াদের কাছেই বিক্রি করেছি।  সারের কালোবাজারি বন্ধ না হওয়ায় বাধ্য হয়ে  বেশি দামেই সার কিনে পাট ও ধান লাগিয়েছি। জবাব দেব ভোট বাক্সেই।’’
তীব্র  রোদ উপেক্ষা করেই  মাথায় গামছা বেঁধে  বোয়ালদার পঞ্চায়েতের  খেতমজুর নরেন মুর্মু  বলেন, ‘‘তিন বছর ধরে একশো দিনের কাজ পাইনি। ক্ষোভের সঙ্গে বলেন ঘরটাও ভেঙে পড়েছে। ছেলেপুলে নিয়ে আশঙ্কায় আছি।  পঞ্চায়েতে  আবেদন করেও সরকারি লিস্টে নাম নেই। এর জবাব আমরা দেবই ভোটেই।’’ 
রাস্তার ধারে অসংখ্য দোকানদার, পথ চলতি নাগরিক, টোটো চালক, মালবাহক মজদুর সমর্থনের বার্তা দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বামফ্রন্ট প্রার্থী জয়দেব সিদ্ধান্ত বলেন, ‘‘জেলার কৃষক ও শ্রমিকদের ন্যায্য অধিকার,  বেকার যুবক যুবতীর কর্মসংস্থান, জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়ের বেহাল পরিকাঠামো, জেলায় মেডিক্যাল কলেজ স্থাপন সহ জেলার প্রতিটি ব্লকে  পানীয় জলের সমস্যার সমাধানই বামফ্রন্টের লক্ষ্য।’’
এদিন বালুরঘাটের মিছিলের নেতৃত্ব দেন জেলা বামফ্রন্ট আহবায়ক নন্দলাল হাজরা, বামফ্রন্ট নেতৃবৃন্দ সুচেতা বিশ্বাস, সুব্রত দাস, তরুণ গুহ প্রমুখ।

Comments :0

Login to leave a comment