Sealdah-Bangaon Train

বনগাঁ শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে বিভ্রাট

রাজ্য

Sealdah-Bangaon Train

বারাসতে পয়েন্ট সিগন্যাল খারাপের জন্য শুক্রবার সকালে ৫ টা থেকেই শিয়ালদহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। আপ এবং ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেন বিভ্রাটের কারণে বনগাঁ শাখার বামনগাছি স্টেশনে চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। অভিযোগ ট্রেনের চালককে মারধরের চেষ্টা হয়। ঘটনাস্থলে রেল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রেন চলাচল ব্যহত হওয়ায় তীব্র ভোগান্তিতে নিত্যযাত্রীরা। কলকাতার দিকে যেতে গেলে রেলপথই বনগাঁর দিক থেকে অন্যতম প্রধান ভরসা।

কর্মস্থলের উদ্দেশে বেরিয়ে ট্রেন না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় নিত্যযাত্রীদের। বনগাঁ থেকে বারাসাত গামী বাসগুলোতে ঝুলন্ত অবস্থায় যেতে দেখা যায় নিত্যযাত্রীদের।‌ অটো, ট্রেকারেও একই অবস্থা। সকাল ১০ নাগাদ পাওয়া খবরে জানা গেছে ৬টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছেড়ে আসা ডাউন বনগাঁ লোকাল বামনগাছিতে দাঁড়িয়ে আছে। সিগন্যালিংয়ের সমস্যার জেরেই এই বিপত্তি বলে রেল সূত্রে খবর। রেলের তরফে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়। সকাল ১০ টা নাগাদ ট্রেন চালু হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ট্রেন চলাচল করছে অসম্ভব দেরিতে। সিগন্যালিংয়ের সমস্যা ঠিক করার চেষ্টা চলছে। ট্রেন বিভ্রাটে ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

Comments :0

Login to leave a comment