Blood Donation Camp

প্রতিবন্ধকতা জয় করেই বহরমপুরে রক্ত দিলেন ৮৯ জন

জেলা


বুধবার বহরমপুরে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর মুর্শিদাবাদ জেলা শাখা রক্তদান শিবিরে রক্ত দিলেন ৮৯ জন।   ২০১৬ সালে পাস হওয়া প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের জন্য অধিকার আইন কার্যকর করার দাবিতে এদিন রক্তদান শিবির থেকেই সরব হন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর সংগঠকরা। পঞ্চায়েত থেকে হাসপাতাল, গণপরিবহণ থেকে সরকারি কাজ সব ক্ষেত্রেই হেনস্থার শীকার হতে হচ্ছে প্রতিবন্ধীদের। কিন্তু কারো দয়া চেয়ে নয়, নিজেদের সংগঠিত করেই অধিকার আদায় করতে হবে। রাজনৈতিক দলগুলো যখন জাত, ধর্ম থেকে নিরবাচনের নামে মানুষের রক্তের হোলি খেলছে, সেই সময়ে রক্তদান করে নজির গড়ছেন প্রতিবন্ধীরা, দিচ্ছেন ঐক্যের সামাজিক বার্তা। রক্তদান শিবিরের অনুষ্ঠান থেকে আহ্বান জানিয়েছে প্রতিবন্ধী সম্মিলনীর প্রবীণ সংগঠক অখিল মুখার্জি। এদিন উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক রণ দাস,  সংগঠনের নেতা সঞ্জয় সাহা, এফাজুল সেখ।


 

Comments :0

Login to leave a comment