এদিন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিসন বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ভেড়ি ও জমি দখলের পাশাপাশি মহিলাদের ওপর নির্যাতনের ঘটনায় অভিযোগ জমা নিতে বলা হয়েছে সিবিআই-কে।
আদালতের পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে নতুন ইমেইল আইডি খুলে অভিযোগ জমা নেওয়ার জন্য। এই মামলার পরবর্তী শুনানি হবে ২ মে। ওইদিন সিবিআইকে আদালতের কাছে জমি, ভেড়ি দখল সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে।
নিরাপদ সরদার বলেন, ‘‘আদালত যে রায় দিল তাতে রায় সন্দেশখালির মানুষ স্বস্তির নিশ্বাস ফেলবেন।’’
সন্দেশখালির বিধায়ক থাকাকালীন একাধিকবার বিধানসভায় ওই এলাকায় শেখ শাহজাহান সহ তৃণমূলের গুন্ডা বাহিনীর জমি দখল, মহিলাদের ওপর অত্যাচারের কথা বিধানসভায় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। বার বার তাকে বলতে বাধা দেওয়া হয়। এমনকি তার মাইক বন্ধ করে দেন তৎকালীন ডেপুটি স্পিকার সোনালী গুহ।
Comments :0