Gyanvapi Mosque case update

৩ আগষ্ট পর্যন্ত জ্ঞানবাপীতে সমিক্ষা নয়

জাতীয়

বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ৩ আগষ্ট পর্যন্ত কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের কোনও সমিক্ষা নয়। যতদিন না পর্যন্ত আদালত তার সম্পূর্ণ রায় দিচ্ছে ততদিন পর্যন্ত সমিক্ষ করা যাবে না বলে বৃহষ্পতিবার জানাল এলাহাবাদ আদালত। এদিন এলাহাবাদ আদালতে জেলা আদালতের রায়কে চ্যলেঞ্জ জানিয়ে দীর্ঘ শুনানী হয়। জ্ঞানবাপী মসজিদের স্থানে আগে মন্দির ছিল এই দাবি করে হিন্দু মহিলা সংগঠন আদালতে গিয়েছে।

সত্যতা প্রমানের জন্য কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগ দিয়ে সমীক্ষা করানোর নির্দেশ দিয়েছিল আদলাত। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় অঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কর্তৃপক্ষ।
আদালতে মসজিদ কর্তৃপক্ষের আইনজীবী দাবি করেন বাস্তবের সঙ্গে এই দাবির কোনও মিল নেই। জ্ঞানবাপী মসজিদ গঠন হওবার পর থেকেই সেটা মসজিদ কর্তৃপক্ষের। যদিও হিন্দু মহিলাদের পক্ষের আইনজীবীদের দাবি সমিক্ষা করা প্রয়োজন কারণ মসজিদের ভেতরে  নানা আদল নিয়ে বিতর্ক রয়েছে। এবং  পুরাতত্ত্ব বিভাগ দিয়ে সমীক্ষা করলেই সেখানে পুজো করা সম্ভব হবে।

Comments :0

Login to leave a comment