PARLIAMENT ADJOURNED

আদানি প্রশ্ন এড়াতে সংসদ ভণ্ডুল বিজেপি'র

জাতীয়

ফের সংসদ মুলতবি হয়ে গেল। এবার একেবারে সোমবার পর্যন্ত। শুক্রবার, ফের সরকার পক্ষই গোলমাল পাকালো সংসদের দুই কক্ষে।

এদিন সংসদ পণ্ড করার অভিযান শুরু করিয়েছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা স্বয়ং। একটি ভিডিও বার্তায় তার দাবি, রাহুল গান্ধী দেশবিরোধী প্রচার টুলকিটের স্থায়ী অংশ।

 অক্সফোর্ডে রাহুল গান্ধীর ভাষণ নিয়ে তারই ভাষণ হাতিয়ার করে সংসদে বিজেপি সাংসদরা দু কক্ষেই রাহুল গান্ধীর সাস্পেনশনের দাবিতে সরব হন। 

বৃহস্পতিবার সংসদে রাহুল গান্ধী তাকে বলতে দেওয়ার সুযোগ চেয়েছিলেন। দেখা করেছিলেন অধ্যক্ষ ওম বিল্লার সঙ্গে সংবাদমাধ্যমে বলেছিলেন তাকে বলতে দেওয়ার সুযোগ খুব কম গণতন্ত্র থাকলে বলতে দেওয়া উচিত কারণ তার বিরুদ্ধে সংসদে অন্তত চারজন মন্ত্রী বক্তব্য রেখেছেন শুক্রবার সংসদ শুরুর পরই রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয় বিজেপি বোঝা গিয়েছে আলোচনা বিশেষ করে আদানি গোষ্ঠীর বিনিয়ম এবং প্রধানমন্ত্রী যোগাযোগ নিয়ে আলোচনা একেবারেই চাইছে না সরকার পক্ষ। জবাবদিহি করার কোন দায়ী নিতে চাইছে না।

Comments :0

Login to leave a comment