Income tax raid

পতাকা বিড়ির অফিসে আয়কর হানা

জেলা

বুধবার সকালে মূর্শিদাবাদের পতাকা বিড়ির মেন অফিস সহ সামসেরগঞ্জের কারখানায় আয়কর হানা। মূর্শিদাবাদের সুতি থানা এলাকার ঔরঙ্গাবাদের হেড অফিসে তল্লাসি চালাচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর এদিন সকাল সাতটা নাগাদ ছ’টি গাড়িতে করে আয়কর দপ্তরের আধিকারিকরা আসেন। সকাল থেকে এখনও পর্যন্ত পতাকা বিড়ির অফিস এবং কারখানায় তল্লাসি চালিয়ে যাচ্ছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। 

Comments :0

Login to leave a comment