DIAMOND HARBOUR LOK SABHA 2024

সাংসদকে দেখেননি এলাকায়, অভিযোগ জানালে জুটেছে হুমকি

রাজ্য লোকসভা ২০২৪

মেটিয়াবুরুজ এলাকায় প্রচারে সিপিআই(এম) প্রার্থী প্রতীক উর রহমান।

প্রতীম দে

মেটিয়াবুরুজের কাঁঠালবেড়িয়া রোডে পাড়ার মোড়ে মোড়ে এখনও ঈদের জলসার মাচা রয়েছে। সেই মাচাতেই বসে গল্প করছিলেন মহম্মদ ওসমান এবং তাঁর বন্ধুরা। ওঁরা কোনদিন নিজের এলাকায় অভিষেক ব্যানার্জিকে দেখেননি। ডায়মন্ডহারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক গতবারের সাংসদ।
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী প্রতীক উর রহমানকে দেখে এগিয়ে এসে তাঁরা হাত মেলালেন কানে কানে কয়েকটি কথাও বললেন। গোটা ডায়মন্ড হারবারের অলিতে গলিতে অভিষেক ব্যানার্জির ছবি হোর্ডিং ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু তাঁকে স্বচক্ষে এলাকায় ঘুরতে কোনোদিন দেখেনি ডায়মন্ডহারবার লোকসভার সাধারণ ভোটাররা। 
মেটিয়াবুরুজ এলাকায় দর্জি শিল্পের ওপর বহু মানুষের জীবিকা নির্ভরশীল কিন্তু বর্তমান সময় সেই শিল্প প্রায় ধ্বংসের মুখে । প্রতীক উর রহমানের প্রচারে উঠে আসছে দর্জি শিল্পকে এর বাঁচিয়ে তোলার কথা।


প্রতিক উরকে সামনে পেয়ে স্থানীয় এক দর্জি বলেন, লোকের জামা কাপড় আমরা তৈরি করি। কিন্তু এখন যা অবস্থা তাতে এবারের ঈদে নিজের পরিবারের সবাইকে জামা কিনে দিতে পারেননি এখানকার ছোট দর্জিরা। এটাই ডায়মন্ড হারবার মডেল।
শুধু দর্জি শিল্প আজ সমস্যার মুখে তা নয়। পানীয় জলের সমস্যা প্রবল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ওই ‘এক ডাকে অভিষেকে’ ফোন করে একবার এলাকায় তৃণমূলের দুর্নীতি এবং জলের সমস্যার কথা বলেছিলাম। তারপর পুলিশ আর তৃণমূলের লোকেরা এসে আমাকে বাড়িতে হুমকি দিয়ে যায়।
তাহলে এখনও পানীয় জলের সমস্যা আছে?
হ্যাঁ। ওই হয় জল ফুটিয়ে খাই। না হলে জল কিনে খাই।

Comments :0

Login to leave a comment