Sreerampur

ছবিতে প্রচার : শ্রীরামপুরে দীপ্সিতা

রাজ্য লোকসভা ২০২৪

দীপ্সিতার সমর্থনে মিছিলে ছাত্র যুবরা

অভ্যর্থনা সাদরে…

দীপ্সিতার প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিচ্ছেন শ্রীরামপুরের মানুষ। এলাকায় চলতে থাকা বিভিন্ন দুর্নীতি নিয়ে সিপিআই(এম) প্রার্থীর কাছে মুখ খুলছেন তারা।

 

 

কোন্নগর রেল বাজার এলাকায় প্রচার চলাকালিন দীপ্সিতার সাথে করমর্দন করার জন্য হাত বাড়িয়ে দিলেন একজন দিন মজুর। সিপিআই(এম) প্রার্থী কথা বললেন তার সাথে। সমকাজের সমবেতন এবং শ্রমিকের ন্যায্য মজুরীর দাবিকে সামনে রেখে গোটা দেশে একমাত্র আন্দোলন করছেন বামপন্থীরাই। বামপন্থীদের সমর্থনেই প্রথম ইউপিএ সরকারের আমলে পাশ হয়েছিল ১০০ দিনের কাজের আইন।

 

 

‘‘স্বদেশ গড়তে এক আওয়াজ, চাই সবার শিক্ষা সবার কাজ’’। এই স্লোগানকে সমানে রেখে নির্বাচনে লড়ছেন দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্যের মতো ছাত্র নেতৃত্ব। শ্রীরামপুরে দীপ্সিতার সমর্থনে মিছিলে ছাত্র, ছাত্রী, যুবক, যুবতীদের অংশগ্রহন চোখে পড়ার মতো।

 

 

তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ আছে এলাকায়। তার ব্যবহারে মানুষ ক্ষুব্ধ। এলাকা জুড়ে সাংসদের মদতে চলছে একাধিক অনৈতিক কাজ স্থানীয়দের এমনটাই অভিযোগ। সিপিআই(এম) প্রার্থীকে তারা জানাচ্ছেন সেই সব কথা। সাথে মেটাতে হচ্ছে সেলফির আব্দার।

ইলেক্টোরাল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে তৃণমূল এবং বিজেপি। বন্ডে টাকা দেওয়া সংস্থা গুলো দাম বাড়িয়েছে নিজেদের একের এক পন্যের। সিপিআই(এম) একমাত্র দল যারা কোন টাকা নেয়নি। তাই তাদের স্লোগান ‘হক রুটি রুজি জনতাই পুঁজি’।

 

 

গত পঞ্চায়েত নির্বাচনে নবগ্রাম পঞ্চায়েতে ভোট লুঠ করে জয়ী হয় তৃণমূল। ব্যাপক ভোট লুঠের পরেও মাত্র সাত ভোটে পরাজিত হন বামপন্থী প্রার্থী। এদিন সেই গ্রামে প্রচার করেন দীপ্সিতা। 

 

ছবি এবং তথ্য : সৌরভ গোস্বামী

 

Comments :0

Login to leave a comment