পশ্চিমবঙ্গের হাল ধরতে লাল ফেরানোর আহ্বান জানিয়ে প্রচারে নেমে পড়েছেন প্রতিবন্ধী রবি দাস। উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরের বাসিন্দা প্রতিবন্ধী রবিদাস একটি ট্রাই সাইকেলকে সম্বল করে বাড়ি থেকে বেরিয়েছেন গত ২৫ মার্চ। তিনি প্রচার করতে করতে যান মহম্মদ সেলিমের লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদে। সেখানে কয়েকদিন নিবিড় প্রচার চালানোর পর বেরিয়ে পড়েন দিপ্সিতা ধরের লোকসভা কেন্দ্র শ্রীরামপুরের উদ্দেশ্যে। তিন দিন আগে মুর্শিদাবাদ থেকে শুক্রবার পৌঁছান পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের অন্তর্গত পূর্বস্থলী ১ ব্লকের নসরতপুরে। এখানে দুপুরে আহার সেরে সাংবাদিকদের সামনাসামনি হয়ে বলেন, মুর্শিদাবাদ থেকে আসার পথে আমি কৃষ্ণনগর, নবদ্বীপ এবং পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে প্রচার শুরু করেছি। এখান থেকে কালনা, বলাগর, হুগলি প্রভৃতি এলাকায় প্রচার চালাতে চালাতে আমি শ্রীরামপুরে পৌঁছাব। সেখানে বাম প্রার্থী দিপ্সিতা ধরের হয়ে কয়েকদিন প্রচার চালিয়ে আমি হালিশহরের পথে পা বাড়াবো। তিনি সাধারণ মানুষের চাহিদাগুলি তুলে ধরছেন। যেমন ১০০ দিনের কাজ ২০০ দিন করে ৬০০ টাকা মজুরি দেওয়া, সমস্ত গরিব মানুষের ছাদযুক্ত পাকা বাড়ি করে দেওয়া, কৃষকের উৎপাদিত ফসলের দাম উৎপাদন খরচের দেড় গুণ করা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো, সমস্ত সরকারি শূন্যপদ স্বচ্ছ ভাবে পূরণ করা, সমস্ত রকমের দুর্নীতি বন্ধ করা। আর মানুষের ন্যূনতম দাবিগুলি পূরণ করতে পারে একমাত্র বামপন্থীরা। তাই তিনি সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন, ভোট দিয়ে বাম প্রার্থীদের জয়ী করুন।
Rabi Das
মুর্শিদাবাদ থেকে শ্রীরামপুর, প্রচারে প্রতিবন্ধী রবিদাস
×
Comments :0