নেই সিসি টিভি। নেই কোনও নৈশ প্রহরী। নিরাপত্তার বিন্দুমাত্র বালাই। সেই সুযোগে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বনগাঁ পোস্ট অফিসে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যথেচ্ছ ভাঙচুরের পাশাপাশি পোষ্ট অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ওলট পালট করে গিয়েছে চোরেরা। বুধবার সকালে পোষ্ট অফিসের গেট খুলেই চক্ষু ছানাবড়া পোষ্ট অফিসের সকল কর্মচারীদের। অফিস ঘরের মেঝেতে লন্ড ভন্ড অবস্থায় পড়ে রয়েছে পোষ্ট অফিসের গুরুত্বপূর্ণ সরকারী নথিপত্র। ভাঙা রয়েছে টেবিলের ড্রয়ার থেকে শুরু করে যাবতীয় আলমারীর তালা। ঘরের মধ্যেই যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পোস্ট অফিসে ব্যবহৃত একাধিক সরঞ্জাম। তবে কোনও নগদ টাকায় হাত পড়েছে কি তা বলতে পারছে ন না পোস্ট অফিসের কর্মচারীরা। পোষ্ট অফিসের কর্মচারী মৃত্যুঞ্জয় চক্রবর্তী বলেন, ‘‘প্রতিদিনের মতো বুধবার ও যথা সময়ে অফিসে এসে অফিস ঘরের তালা খুলতেই হতবাক আমরা। পুলিশকে জানানোর পাশাপাশি উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। বনগাঁ শহরের অন্যতম ব্যাস্ত জায়গায় থাকা পোস্ট অফিসে চুরির ঘটনা ভাবা যাচ্ছে না। কি কি চুরি হয়েছে কত টাকা চুরি হয়েছে তা এখনি বলা সম্ভব নয়।’’
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ থানার পুলিশ। চুরির ঘটনার কিনারা করতে ঘটনা স্থল থেকে নমুনা সংগ্রহের পাশাপাশি পোস্ট অফিসের বাইরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
Bangaon Post Office
বনগাঁ পোস্ট অফিসে চুরি
×
Comments :0