DIAMON HARBOUR LOK SABHA 2024

দমবন্ধ করা পরিস্থিতি থেকে মানুষকে উদ্ধার করতে চাই : প্রতীক উর (দেখুন ভিডিও)

রাজ্য লোকসভা ২০২৪

প্রতীম দে

‘‘শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা যেমন উঠে আসছে ঠিক তেমন ভাবে ডায়মন্ড হারবারের মানুষের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়াও হচ্ছে অন্যতম লক্ষ্য।’’ গণশক্তি ডিজিটালের মুখোমুখি হয়ে এমনই কথা জানালেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী প্রতীক উর রহমান। তিনি বলেন, ‘‘দশ বছরে ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, বজবজের বিস্তির্ন এলাকায় মানুষ ভোট দিতে পারেননি। অভিষেক ব্যানার্জি এবং তৃণমূলের বিরুদ্ধে কথা বললে বাড়িতে পুলিশ গিয়েছে বা তৃণমূল চড়াও হয়েছে। গোটা লোকসভা এলাকা জুড়ে যেই দম বন্ধ হওয়া পরিস্থিতি তার থেকে মানুষকে রেহাই দেওয়া হচ্ছে অন্যতম লক্ষ্য।’’


আবহাওয়া দপ্তর তাপপ্রবাহের সর্তকতা জারি করেছে। গোটা রাজ্য জুড়ে নাজেহাল অবস্থা মানুষের। তীব্র হচ্ছে জলের চাহিদা। অভিষেক ব্যানার্জির সংস্থা লিপ্স এন্ড বাউন্ডস-এর জলের ব্যবসা থাকলেও ডায়মন্ড হারবার লোকসভার মহেশতলা, বজবজ, মেটিয়াব্রুজের একাধিক জায়গায় তীব্র পানীয় জলের সঙ্কট। মহেশতলা পৌরসভা তৃণমূল পরিচালিত। বজবজ বিরোধী শূণ্য করে বিনা প্রতিদ্বন্দ্বিতাব জিতেছে তৃণমূল। এখনও খোলা ড্রেন। বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যায়। নিকাশি এবং এই জলের সমস্যা থেকে মানুষ যাতে রেহাই পায় তাও চেষ্টা করবেন সিপিআই(এম) প্রার্থী যদি তিনি সাংসদ হিসাবে নির্বাচিত হন। প্রতীক উরের কথায়, ‘‘জলের সমস্যা বাকরাহাটে লিপ্স এন্ড বাউন্ডসের জল বিক্রি করার জন্য সমস্যা না তো?’’
ডায়মন্ড হারবার রোড জুড়ে একটা সময় লাইন দিয়ে ছোট বড় বিভিন্ন কল কারখানা ছিল। এর মধ্যে সবকটাই বন্ধ হয়ে গিয়েছে। টিমটিম করে চলছে সেঞ্চুরি প্লাই এবং বোরোলিন। বামফ্রন্ট সরকারের সময় যেই ফলতা অবাধ বানিজ্য কেন্দ্র তৈরি হয়েছিল, চার শিফ্টে যেখানে কাজ হতো তাও আজ বন্ধ। রাজ্যে যেই আট হাজার স্কুল বন্ধ হওয়ার মুখে তার মধ্যে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় পড়ে এমন ১৫০টি স্কুল আছে। 
ছাত্র আন্দোলনের নেতৃত্ব হিসাবে সবার জন্য শিক্ষা ও কাজের দাবিতে বার বার পথে নেমেছেন প্রতীক উর রহমান। তার এলাকায় ধুঁকতে থাকা কারখানাকে বাঁচানো নতুন করে কর্মসংস্থান তৈরি এবং সরকারি শিক্ষা ব্যবস্থা যাতে টিকে থাকে সেই বিষয় প্রচারে তুলে ধরছেন সিপিআই(এম) প্রার্থী।  
এই এলাকার কৃষি জীবি মানুষদের জন্য প্রয়াত জ্যোতির্ময় বোস সাংসদ থাকাকালিন এক ফসলী জমিকে দুই ফসলী তিন ফসলী করার জন্য সুতি কাল তৈরি করেছিলেন। আজ সেই খাল গুলোয় অবৈধ নির্মান তুলছে শাসক দলের বাহিনী। কোনটা আবার বন্ধ করে দেওয়া হচ্ছে। চাষ নেই। কিশান মান্ডি থাকলেও সেখানে রাতে বসে জুয়ার ঠেক। নতুন করে এই সব কিছুকে সাজানো হচ্ছে ডায়মন্ড হারবারের সিপিআই(এম) প্রার্থীর লক্ষ।
বহু টালবাহানর পর এই লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষনা করেছে বিজেপি। কিন্তু প্রতীক উর রহমান মনে করেন তার লড়াই বিজেপি সমর্থিত তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। তিনি বলেন, ‘‘লড়াই বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক ব্যানার্জির সাথে। মানুষকে ওরা ভয় পায় বলে মানুষকে ভোট দিতে দেয়নি। ছয়টা বিধানসভায় ভোট লুঠ করেছে তৃণমূল। এবার এই সব কিছুর হিসাব নেবে মানুষ।’’

Comments :0

Login to leave a comment