Indore temple dead

ইন্দোরের মন্দিরে কুয়ো ভেঙে মৃত্যু ১৩ জনের

জাতীয়

রাম নবমীতে পুজো দিতে এসে ইন্দোরের বালেশ্বর মহাদেব মন্দিরের ভেতরে কুয়ো ভেঙে পড়ে গিয়ে মৃত্যু ১৩ জনের। আহত হয়েছেন প্রায় ৩০ জন। কুয়োয় থেকে দুই শিশু সহ ৯জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন পুলিশ এবং উদ্ধারকারী দল কুয়োর ভেতরে এখনও যারা আটকে রয়েছেন তাদের উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে রয়েছে ১৩টি অ্যাম্বুলেন্স।  


বৃহষ্পতিবার সকালে রাম নবমী পুজো উপলক্ষে ওই মন্দিরে বহু মানুষের সমাগম হয়। মন্দিরের মাঝখানেই ছিল বহু পুরনো এই কুয়ো। সম্ভবত বহু মানুষের সমাগম হওয়ায় কুয়োর একাংশ ভেঙে যায় এবং তাতে প্রায় ৩০ জন পরে যান। আপাতত মন্দির চত্বর বন্ধ রেখে উদ্ধার কার্য চলছে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Comments :0

Login to leave a comment