সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসু সিবিআই আধিকারিকদের বলেন, নিয়োগ দুর্নীতির তদন্ত যাতে তারাতারি হয়। তিনি তদন্তকারি আধিকারিকদের কাছে জানতে চান, কেন এখনও আসল দোষীদের গ্রেপ্তার হয়নি। এই প্রথম নয় এর আগেও তদন্তনের অগ্রগতি নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়েছে সিবিআই। বিচারপতি বসু আরও বলেন, মামলা ফেলে রাখলে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকবে।
সোমবার মহম্মদ সেলিমকে এই বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা প্রথম থেকে দাবি করে এসেছি আদালতের নজরদারিতে যাতে তদন্ত হয়। কারণ আমাদের রাজ্যে পুলিশ দলদাসে পরিনত হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘বিজেপির কথায় যাতে সিবিআই না চলে। বিজেপি তৃণমূল নিজেদের মধ্যে কোন বোঝা পড়া না করে তার দিকে আমাদের নজর রাখতে হবে।’’
উল্লেখ্য চোর ধরো জেল ভরো স্লোগান তুলে নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত তৃণমূল নেতা কর্মীদের শাস্তির দাবিতে পথে নামেন সিপিআই(এম) নেতা কর্মীরা। দুর্নীতির বিরুদ্ধে আদালতে দারস্থ হন সিপিআই(এম) সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তারপরেই একের পর এক দুর্নীতি সামনে আসতে শুরু করেছে। সেই প্রসঙ্গ টেনে এদিন সেলিম বলেন, ‘‘নিয়োগ দুর্নীতির তদন্তের জন্য যেমন পথে নেমেছিলাম, সেই ভাবে তদন্ত যাতে দ্রুত হয় সেই দাবিতেও আন্দোলনে নামবো আমরা। আদালতের এই দুর্নীতির প্রসঙ্গে যা যা বলছে তা মানুষের কাছে তুলে ধরা হবে।’’
Comments :0